দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিয়ের মরশুমে বিনোদন জগতের একাধিক তারকার চার হাত এক হয়েছে। একাধিক শিল্পী বাগদান সেরেছেন। এবার সেই দলেই যোগ দিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। ঘনিষ্ঠ বন্ধু ও প্রেমিক তথা সংগীতশিল্পী সম্বীত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি বাগদান সারলেন অভিনেত্রী। অন্যদিকে বোন ঋতাভরী-চক্রবর্তী আনন্দে আটখানা। দিদির বিয়ের উপলক্ষে বেশ কিছু ছবিও পোস্ট করলেন অভিনেত্রী। শুধু তাই নয়, দিদির ব্যাচেলর পার্টি করবেন লস এঞ্জেলেসে। এই ইচ্ছাও প্রকাশ করলেন একটি সাক্ষাৎকারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রাঙ্গদা তাঁর বাগদানের বেশ কিছু ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “খাতায়-কলমে জুড়লাম তাহলে। দারুণ আনন্দ হচ্ছে। এত হাসি যে গাল ব্যাথা হয়ে যাচ্ছে। ” সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করলেন অভিনেত্রী। লাল রঙের শাড়িতে অভিনেত্রী নজর কেড়েছেন ভক্ত মহলের। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে প্রথাগত ঐতিহ্যকে বজায় রেখেই বিয়ে করবেন তিনি। এমনকি বাগদানের সময়ও তিনি তাঁর দিদার শাড়ি, গয়না পড়েছিলেন। এমনটাই জানান চিত্রাঙ্গদা। অর্থাৎ ‘ভিন্টেজ গার্ল ‘ সম্পূর্ণ রাজকীয়য়ানাতেই বিয়ে করবেন। আর ব্যাচেলর পার্টি তো বোনের উপরেই রইল। লস এঞ্জেলেসে ব্যাচেলরস পার্টি করা হবে আগেই জানিয়ে দিয়েছেন ঋতাভরী।
আরও পড়ুন :
হবু জামাই বাবু প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ঋতাভরী জানান, “সম্বীত দা খুবই মজার ছেলে। ওদের দুজনের জুটি খুব পছন্দ আমার। ওরা খুব আনন্দ করেছে ওদের এঙ্গেজমেন্টে। ” আপাতত অভিনেত্রীর বিয়ে এখনও এক বছর বাকি। এক বছর আগেই এনগেজমেন্ট সেরে ফেললেন এই জুটি।