দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কৌতুক শিল্পী কপিল শর্মা ফের বাবা হলেন। নিজেই এ খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়। কপিলের ‘কমেডি নাইটস উইথ কপিল’ বন্ধ হওয়া নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শিল্পী তাঁর স্ত্রী গিনি চাতার্থের অন্তঃসত্ত্বার খবর স্পষ্ট না জানালেও লিখেছিলেন যে, স্ত্রীর খেয়াল রাখতেই তিনি বিরতি নিচ্ছেন। সম্প্রতি ওই তারকা দম্পতির পরিবারে জন্ম নিয়েছেন একটি ফুটফুটে পুত্র সন্তান। আগেই কন্যা সন্তানের অভিভাবক এই দম্পত্যি। এবার পুত্র সন্তানের অভিভাবক হয়ে বেজায় খুশি তাঁরা।
সম্প্রতি টুইটারে লেখেন, “নমস্কার। আজ ভোরে কোল আলো করে জন্ম নিয়েছে আমার পুত্র সন্তান। ভগবানের আশীর্বাদে মা ও সন্তান উভয়ই সুস্থ আছে। আপনাদের শুভকামনা ও আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ।”
শিল্পীর স্ত্রী গিনির অন্তঃসত্ত্বার জল্পনা বহুদিন আগে থেকেই চলছিল। কৌতুকশিল্পী ভারতী সিংহের একটি ভিডিও ভাইরালের পরই গিনির অন্তঃসত্ত্বার গুঞ্জন শোনা যায়। পরে কপিলের শো বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলায়, জল্পনা নিজেই স্পষ্ট করে দেন কপিল। অর্থাৎ স্ত্রীয়ের খেয়াল রাখতেই তিনি বিরতি নিচ্ছেন। যদিও কপিলের শো এবার থেকে নেটফ্লিক্সেও দেখা যাবে। এ খবরও জানা যায়।
আরও পড়ুন : ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সারলেন ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ
২০১৮ সালে কপিল ও গিনির শিখ- হিন্দু নিয়মাবলী মেনেই বিয়ে হয়। পরে ২০১৯ এ জন্ম নেয় এই দম্পতির মেয়ে আনায়রা। এবারে নতুন বছরের শুরুতেই ফের এক ক্ষুদে সদস্য এল শর্মা পরিবারে।