দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সােশ্যাল মিডিয়ায় হঠাৎ জানিয়ে দিলেন , নতুন বছরের শুরুতেই নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এবার রহস্য উন্মােচনের দায়িত্ব পড়ল তাঁর কাঁধে! তবে এবার আর ব্যোমকেশের ভূমিকায় নয়। সম্পূর্ণ নতুন রূপে আসতে চলেছেন তিনি। পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন সিনেমা , একটি সাইকোলজিক্যাল থ্রিলারে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। পরিচালক নিজেই সােশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে শুরু হবে এই সিনেমার শুটিং। তবে তাড়াহুড়ােতে নয়। ধীরে সুস্থে বানাতে চাইছেন ‘ সাইকো ‘।
শহরে একটার পর একটা খুন। প্রথমে কিডন্যাপ । পরে খুন ! সাইকোলজির ছাত্র কিংশুক এই রহস্য উন্মােচনের চেষ্টা করবে । মানুষ কেন খুন করে – এটাই বারবার তাকে ভাবায়। প্রসঙ্গত কিংশুকের চরিত্রে অভিনয় করবেন খােদ অনির্বাণ ভট্টাচার্য।
আরো পড়ুন: মিরজাপুর বিতর্কে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি কি গ্রেফতার হবেন ?
জানা যাচ্ছে , একটি দক্ষিণী সিনেমার কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে , এই সিনেমা তৈরি করবেন বিরসা। সিনেমায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘােষ , অনির্বাণ চক্রবর্তী , পায়েল দে – কে। সাইকো’র প্রযােজনা করবেন শ্রীকান্ত মােহতা ও মহেন্দ্র সােনি। তাঁদের প্রযােজনা সংস্থার আন্ডারেই মুক্তি পেয়েছিল ‘ ড্রাকুলা স্যার ‘ এবারে ‘ সাইকো ‘ দর্শকদের মনে দাগ কাটবে কিনা , তার জন্যেই মুখিয়ে আছেন দর্শকরা। অন্যদিকে সােশ্যাল মিডিয়ায় অনির্বাণের পােস্টের নীচেও শুভেচ্ছা বার্তা এসেছে প্রচুর। সবমিলিয়ে অনির্বাণ মানেই আলাদা উত্তেজনা কাজ করে সকলের মধ্যে , বিশেষ করে মহিলা মহলে। এবারেও তিনি সন্তুষ্ট করতে পারবেন কিনা , তা দেখার জন্যেই অপেক্ষা করছেন বহু সিনেপ্রেমীরা।
লেখা: স্নিগ্ধা দে
https://m.facebook.com/story.php?story_fbid=2038533336289264&id=798556303620313