দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিং সম্প্রতি শুরু হয়েছে। কিন্তু শুটিংয়ের প্রথম দিনেই দুর্ঘটনার মুখোমুখি হতে হল ছবির অভিনেতা তথা নির্মাতাদের। দক্ষিণী অভিনেতা প্রভাস ও সইফ আলি খান ছবির মুখ্য চরিত্রে রয়েছেন। সেটে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ভক্ত মহলে উদ্বেগ দেখা দেয়। যদিও শারীরিকভাবে কোন ক্ষতি হয়নি নির্মাতাদের। ঘটনার পরে প্রভাস সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নেটিজেনদের আশ্বাস দেন, যে তারা সুরক্ষিত আছেন।
গত মঙ্গলবারই ‘আদিপুরুষ’এর শুটিং শুরু হয়। এই দিনই এই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছেড় শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে মুম্বইয়ের এই সেটে। মুহূর্তে এলাকা ধোঁয়ায় ভরে যায়। তড়িঘড়ি দমকল ডাকা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। অগ্নিকাণ্ডের খবর ছড়ানোর সাথে সাথে ভক্ত মহলে অস্বস্তি দেখা দেয়। প্রভাস ও সইফ তথা ছবির নির্মাতারা সুরক্ষিত আছেন কিনা জানতে চাওয়া হয়। পরমুহুর্তেই প্রভাস জানান যে, তাঁরা অক্ষত রয়েছেন। জানা যায় অগ্নিকাণ্ডের সময় ছবির অভিনেতারা সেটে ছিলেন না।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া না দিতেই টুইটারেই দেবকে খোঁচা দিলেন সৌমিত্র
রামায়ণের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। রামের চরিত্র করছেন প্রভাস এবং লঙ্কেশ্বর তথা রাবণের চরিত্র দেখা যাবে সইফকে। জানা যাচ্ছে ছবিতে রামায়ণের গল্পকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরবেন নির্মাতারা। রাবণের সীতাহরণকে ন্যায্য হিসেবে প্রমাণ করা হবে এই ছবিতে। যদিও ‘আদিপুরুষ’ নিয়ে প্রথম থেকেই বিতর্ক রয়েছে হিন্দু ধার্মিক সমাজে। আপাতত ছবির কাজ শুরু করা হয়েছে। যদিও এই ছবিতেও ‘পদ্মাবত’, কিংবা ‘তান্ডব’ সিরিজের মতো বিতর্কের গন্ধ রয়েছে।