দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : মার্কিন পপ গায়িকা রিহানা ও পরিবেশবিদ গ্রেটা থুনবার্গের ভারতীয় কৃষি আইন প্রসঙ্গে মুখ খোলার পর থেকেই ঐক্যবদ্ধ ভারতের সুর চড়া করতে শুরু করেন ভারতের প্রায় প্রত্যেক তারকামহলই। এবার ঐক্যবদ্ধ ভারতের সুর চড়ালেন সঙ্গীত সম্রাজ্ঞী বর্ষীয়ান সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। শিল্পীর ‘ঐক্যবদ্ধ ভারত’ সংক্রান্ত পোস্টের পরেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। লতা মঙ্গেশকরের গানের অন্ধ ভক্ত হওয়ার পরও একাধিক নেটিজেনের কোথায় শিল্পী “এটা ঠিক করলেন না”।
সম্প্রতি লতা মঙ্গেশকর টুইটারে একটি ছবির মধ্যে লেখা শেয়ার করেন। হাতে টাইপ করা নয় বরং একটি ছবিতে লেখা মতামত। শচীন তেন্ডুলকর রোহিত শর্মাদের মতোই সংগীতশিল্পীও ঐক্যবদ্ধ ভারতের হ্যাশট্যাগ ব্যবহার করেন। এরপরেই যেন নেট মাধ্যমে খুলে পড়ে শিল্পীর ‘ভারতরত্ন’ সম্মান। সমালোচনার ঝড় ওঠে নেটিজেন মহলে। কারোর মতে, “লতা ম্যাম আমি আপনার অনেক বড় ভক্ত তবে আপনার এই দৃষ্টিভঙ্গিকে একেবারে স্বীকার করতে পারছিনা। ” আবার কারোর কথায়, “এবার বুঝতে পেরেছি কিশোর কুমার এবং মোহম্মদ রফির জায়গায় কেন আপনি ভারতরত্ন পেলেন। ” আবার কারোর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কটাক্ষ, ” উনি তো টাইপও করেননি। যেন মনে হচ্ছে মোটা ভাই শুধু পাঠিয়েছেন আর উনি শেয়ার করে দিয়েছেন।” এছাড়া কৃষকদের অসহায়তার প্রসঙ্গ টেনে একাধিক নেটিজেন বলে, ” ২০০ এর ওপরে কৃষক শহীদ হয়েছেন। এরপরেও আপনি সরকারের দিকে ঝুঁকছেন। এটা সত্যিই স্বীকার করা যায় না।”
আরও পড়ুন : কৃষি আন্দোলনে রাষ্ট্রসংঘের সমর্থনে চাপ বাড়লো কেন্দ্রের
সংগীত শিল্পী লতা মঙ্গেশকরেরও, ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরের মতো অবস্থা হল। এই মুহূর্তে কৃষি আইন বিতর্কের থেকেও বড়ো হয়ে দাঁড়িয়েছে তারকামহলে সরকার পক্ষপাতিত্ব এবং কৃষক পক্ষপাতিত্বের বিতর্ক।