দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী তথা প্রাক্তন পর্ন স্টার সানি লিওনের বিরুদ্ধে ২৯ লাখ টাকার জালিয়াতির অভিযোগ উঠল। অভিনেত্রীকে জেরা করল কেরালা পুলিশ। ২০১৯ সালে একটি অনুষ্ঠান করতৃপক্ষের থেকে টাকা নেওয়ার পর অভিনেত্রী অনুষ্ঠানে উপস্থিত হননি। এই অভিযোগের সুত্রেই জেরা করা হয় সানিকে। ইতিমধ্যেই অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং সানির মধ্যে কথোপকনের হোয়াটসঅ্যাপ চ্যাটও সামনে এসেছে।
আজ শনিবার কেরালা পুলিশ তিরুবনন্তপুরমের পোভার অঞ্চলে জেরা করেন অভিনেত্রীকে। পেরুম্বাভুরের বাসিন্দা আর সিয়াস অভিযোগ দায়ের করেন কেরালা পুলিশের কাছে। অভিযোগ, ২০১৯ সালে একটি রিয়েলিটি শো’তে সানির সঙ্গে চুক্তি হয় ঐ অনুষ্ঠান কর্তৃপক্ষের। প্রায় ২৯ লক্ষ টাকা আগাম দেওয়া হয় অভিনেত্রীকে। প্রসঙ্গত বহুবার অভিনেত্রীর উপস্থিতির তারিখেরও বদল হয়। সুত্রের খবর, অনুষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে সানির চুক্তি ছিল যেকোনো অবস্থাতেই তাঁকে উপস্থিত হতে হবে ঐ অনুষ্ঠানে। তবে দিন ঠিক হলেও অভিনেত্রী অনুষ্ঠানে উপস্থিত হননি। অভিযোগ ২৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নায়িকা। এই অভিযোগকে এবার খতিয়ে দেখছে কেরালা পুলিশ।
আরও পড়ুন : সফল সিম্বলিক প্রটেস্ট!কৃষক আন্দোলন ধর্নার ‘চাক্কা জ্যাম’ অভিযানে মুখ খুললেন কৃষকগন
ছবির শুটিং সূত্রে অভিনেত্রী এখন কেরালাতে রয়েছেন। জানা যাচ্ছে, সানি ও অনুষ্ঠান কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে কেরালা পুলিশের। সুত্রের খবর, সানির বয়ানে জানিয়েছেন যে তারিখের অদল-বদল হওয়াতেই সমস্যার সম্মুখীন হন তিনি। পাশাপাশি শুধু সানি নন আরও বেশ কিছু জনও সঠিক দিন ঠিক না হওয়াতে সমস্যায় পড়েন।