দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় হামেশাই শৈল্পিক প্রতিভার বিকাশ দেখা যায়৷ সেইরকম ভিডিও দেখে মানুষ মুগ্ধ হয়ে যান৷ এই সামাজিক প্ল্যাটফর্ম আসার পর থেকে সকলের পাশের ঘরের মেয়ে, ছেলে সকলেই হয়ে উঠতে পারেন তারকা৷ সেরকমই এই নাচের ভিডিওটি আগেই ভাইরাল হয়েছিল৷ আর সেই ভাইলার ভিডিওটি বলিউড খ্যাত অভিনেত্রী মাধুরী দিক্ষিত সেটি শেয়ার করার পর ঝড়ের গতিতে তা আরও ভাইলার হয়।
ভিডিওতে গ্রামের পথে একটি মেয়েকে স্থানীয় ঘাঘরা ও টপ পরেই নাচতে দেখা যায়। পাশেই ক্ষেতে কাজ করছেন স্থানীয় মহিলারা৷ তারাও মেয়েটিকে নাচ দেখতে দেখতেই কাজ করে চলেছেন৷ আর মেয়েটি যেন নিজের খেয়ালে নেচে চলেছে৷
মাধুরী নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বাহ, লাজবাব! ও এত সুন্দর করে নাচ করছে৷ এত প্রতিভা আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে৷’
আরো পড়ুন: রণবীরের ওয়ারড্রব এবার ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য, সমাজ কল্যাণে নামলেন অভিনেতা
অভিনেত্রী ভিডিওটি শেয়ার করা মাত্রই নেটিজেনরা মেয়েটির অপূর্ব নাচের প্রতিভাকে প্রশংসা জানিয়েছেন।১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল সুনীল দত্ত. নার্গিস অভিনীত জনপ্রিয় ছবি মাদার ইন্ডিয়া৷ আর এই বলিউডের সুপারহিট ছবির ঘুঙ্গট নেহি খোলুঙ্গি সাঁইয়া গানটিতেই ওই কিশোরী তার নাচের মাধ্যমে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরেছে।
লেখা: স্নিগ্ধা দে