দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টলিপাড়ায় অভিনেতা যশ চক্রবর্তী ও নুসরত জাহানের সম্পর্কের গুঞ্জন এবার নয়া মোড় নিল। ‘ডিকশনারি’ ছবির প্রচারে উপস্থিত হলেন এই দুই মহারথী। ছবির সঙ্গে যশের কোন সম্পর্ক নেই। তডবুও তাঁর উপস্থিতি,সারা ফেলে দিয়েছে দর্শক মহলে। এর আগেও এইই জুটিকে একাধিক যায়গায় লেন্স বন্দী হতে দেখা গিয়েছে।
ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’তে নুসরতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এর আগে ‘অসুর’ এও স্বামী-স্ত্রী’র চরত্রে দেখা গিয়েছিল নুসরত ও আবিরকে। তবে ছবিতে কোন চরিত্রেই নেই যশ। ছবির সঙ্গে যোগাযোগ না থাকার পরও যশ, নুসরতের সঙ্গেই উপস্থিত হলেন ছবির প্রচারে। নীল ডেনিস সেটে দেখা গেল যশকে। অন্যদিকে লাল গাউন স্লিটে দেখা গেল নুসরতকে। উভয়ই পাপারজ্জির ক্যামেরায় ধরা দিলেন। যশরতের একত্র উপস্থিতি ফের সম্পর্কের গুঞ্জনকে অনেক গুণ বাড়িয়ে দিল।
এর আগেও যশরতকে রাজস্থান সহ দক্ষিণেশ্বরের কালি মন্দিরে দেখা যায়। উপস্থিত ছিলেন তৃণমূল-কংগ্রেস নেতা মদন মিত্রও। নুসরতের সঙ্গে নিখিল জৈনের বৈবাহিক সম্পর্কে বহুদিন আগেই ফাটল ধরেছে। যদিও এ বিষয়ে নুসরত কিংবা যশের মধ্যে কেউই মুখ খোলেন নি।