দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিয়ের মরশুমে একাধিক তারকা বিয়ে করেছেন ইতিমধ্যে। অভিনেতা দেব ও রুক্মিণী মৈত্রের বিয়ের গুঞ্জন কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়ে কেউই মুখ খোলেননি। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন অভিনেত্রী। বললেন, ” সঠিক সময় এলেই সাত পাকে বাঁধা পড়ব। এখন ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই। “
বাঙালি বিয়ের মরশুমে একাধিক তারকারই চার হাত এক হয়েছে। দেব রুক্মিণীর সম্পর্কের গুঞ্জন বহুদিনের। অনেকেরই প্রশ্ন, এই জুটি বিয়ে করবেন কবে? এবারে আর চুপ না থেকে রুক্মিণী উত্তর দেন, ” আমি বিয়েতে বিশ্বাসী। সঠিক সময় এলেই সাতপাকে বাঁধা পড়ব। আপাতত বিয়ের কমিটমেন্টগুলোর আগে বাকি কমিটমেন্টগুলো সেরে ফেলি। এখন ক্যারিয়ারে মনযোগ দিতে চাই।”
আরও পড়ুন : অনুপমের ‘চালাকি’তে মধুমিতার বিশেষ দিন ভুলে গেলেন প্রেমিক, রেগে লাল অভিনেত্রী
রুক্মিণী কিছুদিনের মধ্যেই বলিউডে নামছেন। প্রথমবারেই বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো বিদ্যুৎ জামালের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ‘সনক’ নামের একটি ছবিতে দেখা যাবে এই জুটিকে। টলিউডের চ্যাম্প ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধে ডেব্যু করেন রুক্মিণী।