দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউডের অভিনেতাদের অভনয়ের ভিত্তিতে বিচার করলে প্রথম সারিতেই নাম আসে কে কে মেননের। ২৬ বছরের কেরিয়ারে ৫০ টিরও বেশি ছবি করেছেন অভিনেতা। মূলত ২০০৫ সালের রাম গোপাল ভার্মার ‘সরকার’ ছবির পর থেকেই নিজের আলাদা যায়গা বানিয়ে নেন অভিনেতা। কঠোর পরিশ্রম ও প্রতিভার সমন্বয়েই এবার ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত হলেন অভিনেতা। অভিনেতাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক তারকা।
‘মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর’ ক্যাটেগরিতে পুরস্কার পান কেকে মেনন। সম্প্রতি প্রাপ্ত পুরস্কারের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার শেয়ার করেন অভিনেতা। খবর, চলতি মাসের ২০ তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনেরা। পাশাপাশি প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাকি যাঁরা এই সম্মানে সম্মানিত হয়েছেন তাঁদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোদি।
আরও পড়ুন : নিজেকে ‘নেপো-কিড’ মানতে নারাজ টিনা আহুজা, নেপোটিজম নিয়ে মুখ খুললেন গোবিন্দা-কন্যা
মেননকে প্রতিবারেই আলাদা আলাদা নজরকাড়া চরিত্রে দেখা গিয়েছে। ‘দ্য স্টোনম্যান’, ‘হ্যায়দার’, ‘গাজি অ্যাটাক’ ইত্যাদির মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। মূলত নেগেটিভ চরিত্রেই নিজের পরিচয় গড়ে তোলেন দর্শক মহলে।