দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী-প্রযোজক শার্লিন চোপড়া আগাম জামিনের আবেদন নিয়ে দ্বারস্থ হলেন বোম্বে হাইকোর্টে। অভিযোগ, অভিনেত্রী অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়েছেন নেট মাধ্যমে। যদিও নায়িকার দাবি, তাঁর অনুমতি ছাড়াই তাঁকে না জানিয়ে অন্য কেউ নেট মাধ্যমে ওই অশ্লীল ভিডিও শেয়ার করেছে। শার্লিনের কথায়, তিনি যথাযথ সাহায্য করবেন পুলিশি তদন্তে।
এর আগে সেশন কোর্টেও দ্বারস্থ হন অভিনেত্রী। সেশন কোর্ট থেকেও অভিনেত্রীর আগাম জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। গতবছর ৬ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯২ (অশ্লীল বিষয়বস্তু) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭(এ) তে মামলা রুজু করা হয়। সম্প্রতি এই মামলারই আগাম জামিন আবেদন করে মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হন নায়িকা। খবর, চলতি বছর ২২ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি দেবে বোম্বে উচ্চ আদালত। অভিনেত্রীর আইনজীবী চিরঞ্জিত চন্দ্র পাল জানান, নভেম্বরের শুনানিতে অভিনেত্রী ব্যক্তিগত কারণবশত হাজিরা দিতে পারেননি। তবে আগামী সমস্ত আইনী কার্যকলাপে যথাযথ উপস্থিত থাকবেন নায়িকা।
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে সম্মান পেলেন কেকে মেনন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
শার্লিনের তরফ থেকে জানা যায় যে একটি যুক্তরাজ্যের কোম্পানির প্রজেক্টেই নায়িকা ডিরেক্টর হিসেবে ছিলেন। সেই ভিডিও টাকার বিনিময়ে পাওয়া যায় এমন সাইটে আপলোড করা হয়। তবে অভিনেত্রীর অজান্তেই সেই ভিডিও কেউ ফ্রি ভিউ সাইটে শেয়ার করেছে। আর এর ফলেই বেধেছে গন্ডগোল। যদিও পুলিশের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। তবে অভিনেত্রী সমস্ত নথিপত্র দেখাতে রাজি আছেন বলে জানান।