30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ শার্লিন চোপড়ার বিরুদ্ধে, নায়িকার জামিনের আর্জি বোম্বে হাইকোর্টে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী-প্রযোজক শার্লিন চোপড়া আগাম জামিনের আবেদন নিয়ে দ্বারস্থ হলেন বোম্বে হাইকোর্টে। অভিযোগ, অভিনেত্রী অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়েছেন নেট মাধ্যমে। যদিও নায়িকার দাবি, তাঁর অনুমতি ছাড়াই তাঁকে না জানিয়ে অন্য কেউ নেট মাধ্যমে ওই অশ্লীল ভিডিও শেয়ার করেছে। শার্লিনের কথায়, তিনি যথাযথ সাহায্য করবেন পুলিশি তদন্তে।

    এর আগে সেশন কোর্টেও দ্বারস্থ হন অভিনেত্রী। সেশন কোর্ট থেকেও অভিনেত্রীর আগাম জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। গতবছর ৬ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯২ (অশ্লীল বিষয়বস্তু) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭(এ) তে মামলা রুজু করা হয়। সম্প্রতি এই মামলারই আগাম জামিন আবেদন করে মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হন নায়িকা। খবর, চলতি বছর ২২ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি দেবে বোম্বে উচ্চ আদালত। অভিনেত্রীর আইনজীবী চিরঞ্জিত চন্দ্র পাল জানান, নভেম্বরের শুনানিতে অভিনেত্রী ব্যক্তিগত কারণবশত হাজিরা দিতে পারেননি। তবে আগামী সমস্ত আইনী কার্যকলাপে যথাযথ উপস্থিত থাকবেন নায়িকা।

    আরও পড়ুন : দাদাসাহেব ফালকে সম্মান পেলেন কেকে মেনন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    শার্লিনের তরফ থেকে জানা যায় যে একটি যুক্তরাজ্যের কোম্পানির প্রজেক্টেই নায়িকা ডিরেক্টর হিসেবে ছিলেন। সেই ভিডিও টাকার বিনিময়ে পাওয়া যায় এমন সাইটে আপলোড করা হয়। তবে অভিনেত্রীর অজান্তেই সেই ভিডিও কেউ ফ্রি ভিউ সাইটে শেয়ার করেছে। আর এর ফলেই বেধেছে গন্ডগোল। যদিও পুলিশের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। তবে অভিনেত্রী সমস্ত নথিপত্র দেখাতে রাজি আছেন বলে জানান।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...