দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ফের শোকের ছায়া নামল চলচ্চিত্র জগতে। চলে গেলেন বাংলাদেশী বর্ষীয়ান অভিনেতা তথা পরিচালক আবু তাহের মহম্মদ শামসুজ্জামান ওরফে এটিএম শামসুজ্জামান। খবর, আজ শনিবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০।
গত শুক্রবারেই ঢাকার আজগার আলী হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। বহুদিন ধরেই শ্বাসকষ্ট তথা অ্যাজমার সমস্যায় ভুগছিলেন অভিনেতা। দীর্ঘ এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার সমস্ত রিপোর্ট সন্তোষজনক হওয়ায় ছুটি দিয়ে দেওয়া হয় শিল্পীকে। কিন্তু বাড়িতে আসার পর গতকাল দুপুর বেলা থেকে ফের শারীরিক সমস্যা দেখা যায় শিল্পীর। অবশেষে আজ শনিবার সকালে জীবনের ইতি টেনে পরলোকগমন করেন অভিনেতা।
আরও পড়ুন : অন স্ক্রিনে আসছে উত্তম-সুচিত্রার জুটি, সুচিত্রার চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
এটিএম শামসুজ্জামান ‘ম্যাডাম ফুলি’, ‘আমি কে’, ‘চুড়িওয়ালা’, ‘চোরাবালি’ ইত্যাদির মতো ছবিতে নিজের অভিনয়ের সেরা দিকটি দেখিয়ে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি শিল্পী পরিচালনা, চিত্রনাট্যকার এবং কাহিনীকার হিসেবেও পরিচিতি তৈরি করেন সিনেমা জগতে। মোট ছয়বার জাতীয় পুরস্কারের পাশাপাশি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের সম্মান পান। এছাড়া ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সেরা সম্মান, একুশে পদকে ভূষিত করা হয় শিল্পীকে। শিল্পীর প্রয়াত হওয়াতে ফের শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।