দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টেলিভিশনের পর্দায় ‘পবিত্র রিশতা’র জন্য দু’বার পুরস্কার জিতে নিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এছাড়া ‘কাই পো চে’ ছবিতে বেস্ট ডেভিউ অ্যাক্টর হিসেবে এবং ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’র জন্য বেস্ট মেল অ্যাক্টর এর পুরস্কার জেতেন অভিনেতা। পরবর্তী ছবিগুলোতে কঠোর পরিশ্রমের পরও অভিনেতার ঝুলিতে আসেনি কোন পুরস্কারই। তবে অভিনেতা স্বশরীরে না থেকেও দাদাসাহেব ফালকে সম্মান পেয়ে ভক্তমহলকে আবেগে ভাসিয়ে দিলেন। ক্রিটিক্স বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২১ এর সম্মান জিতে নিয়েছেন অভিনেতা।
সুশান্তের জীবিতকালের শেষ ছবি ছিল নিতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিছড়ে’। দর্শক মহলে এই ছবি ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে পুরস্কারের দিক দিয়ে একটি অ্যাওয়ার্ডও জিততে পারেনি এই ছবি। বদলে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ একাধিক পুরস্কার জিতে নিয়েছিল। এর ফলে দর্শকমহল ক্ষোভও উগড়েছিল। অভিনেতার মৃত্যুর পর মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ওটিটি প্লাটফর্মে মুক্তি পায়। ভিউয়ারশিপে একাধিক রেকর্ড গড়েছিল এই ছবি। সম্প্রতি সুশান্তের ‘ছিছোড়ে’কে নিকলোডিয়ান কিডস আওয়ার্ড উৎসর্গ করা হয়। অভিনেতার পুরস্কার জেতার প্রসঙ্গে একাধিক মহল থেকে উঠে আসে নেপোটিজম বিতর্ক। তবে সম্প্রতি মৃত্যু পরবর্তীকালীন দাদাসাহেব ফালকে সম্মানে অভিনেতাকে ভূষিত করাতে আবেগে ভেসেছে গোটা ভক্তমহল।
আরও পড়ুন : চলতি বছর জুলাইতেই আসছে ‘শেরশাহ’, এবারে সেনা ক্যাপ্টেনের চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা
সুশান্তের পাশাপাশি বলিউডের একাধিক তারকা জিতে নিয়েছেন দাদাসাহেব ফালকে। তালিকায় রয়েছেন কেকে মেনন থেকে শুরু করে অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আডবানি প্রমূখ।