দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : চলতি বছর ২১ ফেব্রুয়ারি তথা গত পরশু রবিবারই অভিনেত্রী করিনা কপুর খানের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। চতুর্থবার বাবা হন সইফ আলি খান। দ্বিতীয় খুদে সদস্য আসার দুদিন পরেই বাড়ি ফিরলেন মা, করিনা কপুর। আজ সকালেই পাপারাজ্জির ক্যামেরায় লেন্স বন্দী হয়েছেন অভিনেত্রী ও সদ্যজাত খুদে সহ সইফ ও বড়ো ছেলে তৈমুর আলি খান। অভিনেত্রী দ্বিতীয় পুত্রের মুখ দেখা না গেলেও তার এক গুচ্ছ চুল পাপারাজ্জির ক্যামেরা এড়ায়নি। গাড়ির ভেতর থেকেই দেখা গেল পটৌদি পরিবারের দ্বিতীয় খুদের মাথার এক গুচ্ছ চুল।
গত পরশু রবিবার অভিনেত্রী মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। এদিনই বেলার দিকে অভিনেত্রীর দ্বিতীয় পুত্র জন্ম নেয়। পরে দাদু রনধীর কাপুরের মুখে শোনা যায় যে খুদে সদস্য নাকি দাদা তৈমুরের কার্বন কপি হয়েছে। পরে সইফিনার দ্বিতীয় পুত্রের নাম নিয়ে বেশ আগ্রহ দেখা যায় নেটিজেন মহলে। যেহেতু প্রথম ছেলে তৈমুরের নাম নিয়ে একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছিল সইফিনাকে, তাই অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে ভেবেচিন্তেই দ্বিতীয় সন্তানের নাম রাখবেন এই তারকা দম্পত্যি।
https://www.instagram.com/p/CLoEHa0h_Ml/?igshid=5dw9rxi6pqxl
আরও পড়ুন : অভিনেতা শেখর সুমনের ছেলে, অধ্যয়নের আত্মহত্যা! শোকে মুহ্যমান অভিনেতার পরিবার
জানা যাচ্ছে, আগামী মার্চ অব্দি কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়েছেন সইফ। তারপরেই তাঁর আগামী ছবি ‘আদিপুরুষ’এর জন্য শ্যুটিংয়ে যোগ দেবেন। অন্যদিকে মা করিনা, ছোট ছেলের খানিক বড় হওয়া অবধি অপেক্ষা করবেন। তারপরে ফের যথাযথ অনস্ক্রিনে ফিরবেন নায়িকা।