দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আজ ২৮ ফেব্রুয়ারি যখন রাজনীতির লড়াইয়ে ব্যস্ত ব্রিগেডগামীরা, তখন ভারতবর্ষ যেন গর্বে বুক ফুলিয়ে উঠল চেন্নাইয়ের উপগ্রহ প্রেরণে। আজ চেন্নাইয়ের শ্রীহরিকোটা থেকে পড়ুয়াদের সহায়তায় ইসরোর তরফে ২০২১ সালের প্রথম উপগ্রহ প্রেরণ করা হল। PSLV-C51/Amazonia নামের ঐ উপগ্রহের পাশাপাশি আরও ১৮ টি উপগ্রহ ক্ষেপন করা হয়েছে। শুধু তাই নয়, PSLV-C51/Amazonia এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও শ্রদ্ধেয় ভগবৎ গীতাকেও পাঠানো হয়েছে।
আজ সকাল ১০ টা ২৮ মিনিট নাগাদ চেন্নাইয়ের স্পেস কিডস ইন্ডিয়ার পড়ুয়াদের সহায়তায় তৈরি উপগ্রহটি প্রেরিত হয়। উপগ্রহের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ও ভগবৎ গীতার পাশাপাশি দেশজুড়ে আরও ২৫০০০ জনের নাম পাঠানো হয়েছে। এপ্রসঙ্গে ইসরো কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা আগে থেকেই মহাকাশে নাম পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপরেই ২৫০০০ হাজারের উপরে নাম জমা পড়ে।
আরও পড়ুন : ১৩০ টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দিল্লির দরবারে রাজ্য বিজেপি
অন্যদিকে নরেন্দ্র মোদির ছবি পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে ইসরো কর্তৃপক্ষ জানায়, এই উপগ্রহ প্রেরণ আদতে আত্মনির্ভর ভারতের অংশ। এছাড়া একাধিক দেশ বাইবেল পাঠায় উপগ্রহের সঙ্গে তাই ভারতের তরফ থেকে গীতা পাঠানো হয়েছে।