দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গতবছর জুলাইয়ে গোটা বচ্চন পরিবার করোনা আক্রান্ত হয়। এবারে ফের অসুস্থ বিগবি। মেগাস্টার জানালেন, “মেডিকেল কন্ডিশন…সার্জারি.. লিখতে পারছি না।” তবে অভিনেতা স্পষ্ট জানান নি আদতে তাঁর কি তাঁর কি হয়েছে। অভিনেতারটুইটের পর চিন্তিত গোটা ভক্তমহল।
সম্প্রতিই অমিতাতাভ বচ্চন লেখেন, “কিছু একটা প্রয়োজনের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। কেটে ফেললে ভালো হবে।” তারপরেই অভিনেতার টুইট, “মেডিকেল কন্ডিশন…সার্জারি.. লিখতে পারছি না।” এরপরেই অভিনেতার ভক্তমহল চিন্তায় পড়ে যায়। বিগবি স্পষ্ট করে না জানালেও নেটিজেনদের ডবুঝতে অসুবিধা হয় নি যে অভিনেতা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন : বড় ছেলে চিকুর ক্যান্সার চিকিৎসার জন্য চেন্নাই রওনা হচ্ছেন মিমি চক্রবর্তী
অসুস্থ হলেও অভিনেতা ক্যারিয়ারকে পিছনে ফেলেন নি। একইভাবে সক্রিয় অনস্ক্রিনে। সম্প্রতি ‘চেহরে’র পোস্টার মুক্তি পেয়েছে। ছবিতে অমিতাভের পাশাপাশি রয়েছেন ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী , ক্রিস্টাল ডিসুজা প্রমুখ রয়েছেন।