দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী রাখি সাওয়ান্ত বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকছেন বিগবসের ঘর থেক বেড়নোর পর। সম্প্রতি ফের নায়িকা স্পটলাইটে। এবারে আর স্বামী রিতেশ কিংবা অন্যকারণে নয় বরং অভিনেত্রী বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগই এর কারণ। রাখি ও রাখির ভাই রাকেশের বিরুদ্ধে সম্প্রতি বিকাশপুরি থানায় ৬ লাখ টাকা লোপাটের এফাইআর দায়ের করেন শৈলেশ শ্রীবাস্তব নামের এক ব্যাঙ্ক কর্মী।
২০১৭ সালের ঘটনাকে কেন্দ্র করেই এই অভিযোগ। সেসময় রাখির ভাই রাকেশের সঙ্গে শৈলেশ, বাবা গুরমিত রহিমের উপর কেন্দ্র করে একটি ছবি তৈরির সিদ্ধান্ত নেন। রাকেশ ও শৈলেশের মাঝে মধ্যস্ততা করেছিলেন শৈলেশের পরিচিত রাজ খত্রি। চুক্তি সাক্ষরের সর প্রায় ৬ লক্ষ টাকা রাকেশ ও রাজের কাছে রাখেন শৈলেশ। ছবী তৈরির পাশাপাশি একটি ডান্স ইনস্টিটিউট খোলার সিদ্ধান্তও নেওয়া হয়। এতে যুক্ত হন রাখি সাওয়ান্ত। অভিযোগ, সেই ৬ লক্ষ টাকা লোপাট করেছেন রাখি সহ ভাই রাকেশ ও রাজ খত্রি।
আরও পড়ুন : এবারে কি রাজনীতির ময়দানে অঙ্কুশ? অভিনেতার টুইটে জোড় জল্পনা শুরু
যদিও পরে ৭ লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়েছিল শৈলেশকে। কিন্তু টাকা তুলতে গিয়ে ধরা পরে যে চেকে নকল সাক্ষর রয়েছে। পাশাপাশি ছবি তৈরির সাক্ষরেও নকল সাক্ষরই ব্যবহার করা হয়েছি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি এফআইআর দায়ের করা হয়েছে অভিনেত্রী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে।