দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিধানসভা নির্বাচনের মুখে টলি পাড়ার তাবড় তাবড় তারকাদের রাজনীতিতে প্রবেশ থেকে শুরু করে দলবদলের ঘটনা এখন রোজকেরে। আজই বড় পর্দার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী তৃণমূলে যোগ দেন। এবার গুঞ্জন শুরু হয়েছে ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জীকে নিয়ে। রচনাও নাকি ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছে। এমনই জল্পনা চলছে রাজনৈতিক মহলগুলিতে।
জানা যাচ্ছে, অভিনেত্রী আগেই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছেন। এবারে রচনার তৃণমূল পরিবারে প্রবেশের গুঞ্জন চলছে। যদিও নায়িকা স্পষ্ট কিছু জানান নি দলে যোগ দেওয়া নিয়ে। কবে যোগ দেবেন তাও জানা যায় নি এই মুহুর্তে। আপাতত সায়ন্তিকার যোগ দানের পরেই রচনার ঘাসফুলে যুক্ত হওয়ার আগাম খবর ছড়ায় একাধিক মহলে।
আরও পড়ুন : এবারে কি রাজনীতির ময়দানে অঙ্কুশ? অভিনেতার টুইটে জোড় জল্পনা শুরু
ইতিমধ্যেই টলিপাড়া বিজেপি ও তৃণমূল-কংগ্রেস এই দুই শিবিরে যেন বিভক্ত হয়ে গিয়েছে। একাধারে বিজেপির পাল্লা ভারি করেছেন একাধিক তারকা। অন্যদিকে তৃণমূলকেও বাদ দেন নি বহু মহারথীই। ভোট ঘোষণার বহু আগে থেকেই টলি পাড়ার এই খেলা শুরু হয়। ভোটের মুখে তা আরও গাঢ়ো রঙ নিচ্ছে।