দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টলিপাড়ার একাধিক অভিনেতা রাজনীতিতে প্রবেশ করলেও অঙ্কুশ হাজরা সেফ খেলছেন। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক বক্তব্যের মধ্যেই ‘নিরপেক্ষতা’ শব্দের দিকে জোড় দেন। গতকাল রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সভা ছিল। পাশাপাশি শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদযাত্রা। কিন্তু অঙ্কুশ দু’দিকের বক্তব্য শুনতে পান নি। তাই অভিনেতা অসন্তুষ্ট।
সম্প্রতি অঙ্কুশ টুইট করেন, “সব নিউজ চ্যানেলে দুদিকের ভাষনই দেখতে পারছি। একটা কোলকাতায় আর একটা শিলিগুড়িতে। কিন্তু একদিকে অডিও আছে আর একদিক পুরোপুরি মিউট। শুধুভিডিও চলছে। না আমি কোন রাজনৈতিক দলের পক্ষপাতী নই। একজন সাধারণ নাগরিক হিসেবে দুদিকটাই শুনতে চাই। এটুকুই বলার।”
আরও পড়ুন : তুমিও হেঁটে দেখ কলকাতা:ঘুরে দেখা গোকুল মিত্রের বাড়ি
টলিপাড়ার একঝাঁক তারকা যখন রাজনীতিতে প্রবেশে ব্যস্ত তখন অঙ্কুশ কেন পা বাড়াচ্ছেন না? এপ্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁকে বলা হয়েছিল যে এখন রাজনৈতিক দলগুলির তারকা প্রার্থীর প্রয়োজন। তিনি সহজেই যোগ দিতে পারতেন। কিন্তু অভিনেতার কথায়, “যেদিন নিজেকে যোগ্য মনে হবে সেদিন রাজনীতিতে প্রবেশ করব।