দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সম্প্রতি আত্মজীবনী ‘আনফিনিসড’ প্রকাশ পেয়েছে। এবার প্রখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগমও প্রকাশ করবেন নিজের আত্মজীবনী। গত ৮ মার্চ ব্লুমসবারি নিশ্চিত করে, শীঘ্রই প্রকাশ পেতে চলেছে সোনু নিগমের আত্মজীবনী।
সঙ্গীত শিল্পী নিজের আত্মজীবনী প্রসঙ্গে বলেন, “নবম শ্রেণীতে বার্নার্ড শ’য়ের লেখা একটি লাইন “সব আত্মজীবনীই মিথ্যে হয়”, এর যুক্তির সঙ্গে আমি সহমত। সেসময় কখনও ভাবিনি যে একদিন আমিও লিখব নিজের জীবনী। আমার শিরদাঁড়া দিয়ে হিমরক্ত বয়ে যাচ্ছে যখনই লিখছি। তবুও সাহস করে এগিয়ে চলেছি।”
আরও পড়ুন : ভারতীয় সিনেমা জগতে নজির গড়লেন ‘শেহেনসা’, মুকুটে এবার FIAF সম্মানের পালক
খবর, শিল্পীর জীবনের নানান ওঠা-পড়া ও অজানা কাহিনী থাকবে এই আত্মজীবনীতে। প্রায় তিন দশক ধরে সোনু , একইভাবে বজায় রেখেছেন নিজের ক্যারিয়ারকে। ১৯৯২ এ প্রথম বলিউডে প্রবেশ। গানের পাশাপাশি ছবিতেও দেখা দিয়েছিলেন শিল্পী। এবারে জীবনকথা আসছে গায়কের।