দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সদ্য জাতীয় পুরস্কার পেয়েছেন সৃজিত মুখার্জী। এই বড়ো প্রাপ্তির পর এবার উত্তম কুমারকে সামনে রেখে ছবি নিয়ে আসছেন পরিচালক। ছবির নাম ‘অতি উত্তম’। চাঞ্চল্যকর বিষয় হল ছবিতে উত্তম কুমারের চরিত্রে অন্য কোন অভিনেতাকে বরং স্বয়ং উত্তমকেই দেখা যাবে। কিন্তু এই অসম্ভবকে কিভাবে সম্ভব করবেন সৃজিত?
জানা যাচ্ছে, উত্তম কুমার অভিনীত প্রায় ৫৪ টি ছবির ফুটেজ নিয়ে এবং ভিএফএক্সকে সঙ্গী বানিয়ে আরও একবার পর্দায় জীবন্ত করা হবে ‘মহানায়ক’কে। এপ্রসঙ্গে সৃজিত জানান, “‘কোনও ঝুঁকি নেই, কারণ উত্তমের চরিত্রে অন্য অভিনেতাকে দেখার ব্যাপার নেই। তবে পরিশ্রম অনেক। ৫৪ টা ছবির দৃশ্য দেখে, সেগুলো সাজিয়ে চিত্রনাট্য লেখা। এই ছবির স্বত্ব পেতে দিনের পর দিন প্রযোজকদের ভাঙা-ভাঙা অফিসে ঘুরে বেরিয়েছি। যেদিন সব স্বত্ব হাতে এল, নিশ্চিত হলাম ছবিটা করব।”
আরও পড়ুন : জীবনের সেরা পর্যায়, বেবিবাম্পের ছবি শেয়ার করে জানালেন শ্রেয়া!
খবর, ছবিতে মহানায়ক ও তাঁক এক ভক্তকে ঘিরে। অভিনেতার ভক্ত প্রেমজনিত সমস্যায় পড়বে। এবং সেই সমস্যা সমাধানে ময়দানে নামবেন উত্তম কুমার। জানা যাচ্ছে, দীর্ঘ তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। ছবিতে মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় সহ অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং জিনা তরফদার প্রমুখদেরৎদেখা যাবে।