দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বাবার মৃত্যুর দু’বছর পরই ছেলের মৃত্যু। মারা গেলেন বলিউড অভিনেতা কাদের খানের পুত্র আব্দুল কুদ্দুস খান। কানাডায় মৃত্যু হয় কাদের-পুত্র’র। মৃত্যুর কারণ এখনও অজানা। বাবা কাদের খানও কানাডাতেই মারা গিয়েছিলেন।
আব্দুল কুদ্দুস পেশায় কানাডার এক বিমান বন্দরের সিকিউরিটি অফিসার ছিলেন। বলিউডের সঙ্গে কোন সম্পর্ক নেই অভিনেতার পুত্র’র। কাদের খানের প্রথমপক্ষের জ্যেষ্ঠ পুত্র ইনি। ২০১৮ সালের ডিসেম্বরে কানাডার টরেন্টয় শেষকৃত্য সম্পন্ন হয় কাদের খানের। পুত্র’র শেষকৃত্যও কানাডাতেই সম্পন্ন হবে বলে খবর।
আরও পড়ুন : দীর্ঘ দু’মাস পর কাজে ফিরলেন অনুষ্কা, দেখুন ছবি
অভিনয়ের পাশাপাশি কাদের খান সংলাপ লেখক ও চিত্রনাট্যকার হিসাবেও জনপ্রিয় ছিলেন। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৯ সালে। দীর্ঘ চার দশকে ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা।