দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউডে করোনার সংক্রমণ যেন কমছেই না। এবারে আক্রান্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজের সংক্রমণের খবর জানান। পাশাপাশি বিগত কিছুদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও করোনা পরীক্ষার অনুরোধ করেছেন।
সম্প্রতি ক্যাটরিনা লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। চিকিৎসকের পরামর্শে সমস্তরকম সুরক্ষাবিধি মেনে চলছি। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষার জন্য অনুরোধ করছি।”


সম্প্রতি আক্রান্ত হন ভিকি কৌশল, ভূমি পেডনেকার, অক্ষয় কুমার সহ একাধিক তাবড় তাবড় তারকা। করোনা টিকা নিয়েছেন একাধিক অভিনেতা।