দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী দীপিকা পাডুকোন এবার ভক্তদেরকে নতুন উপহার দিলেন। না, কোন সিনেমা নয়। নিজের ওয়েব সাইটের ঘোষণা করলেন নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ারের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইট (www.deepikapadukone.com) এর ঘোষণা করলেন দীপিকা।
ভিডিওতে নায়িকা বললেন, “বহুদিন আগে থেকেই আমার ওয়েবসাইটের কাজ চলছিল। মহামারির জন্য বাধা পড়ে। অবশেষে কাজ শেষ হল। এখানে আমার সম্মন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। আশা করি আপনাদের ভাল লাগবে।”
আরও পড়ুন : সুশান্তকে নিয়ে ছবি পরিকল্পনা রামগোপাল বর্মার
নায়িকার আগামী ছবি ”83′ মুক্তির অপেক্ষায়। ছবিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে থাকা রনবীর সিং তথা নিজের সঙ্গীর স্ত্রী’র চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়া অভিনেত্রীর তালিকায় আছে ‘পাঠান’।