দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বহুদিন হয়েছে জিৎ হোক কিংবা শুভশ্রী গাঙ্গুলী, কারোরই দেখা মেলেনি ছোট পর্দায়। এবার এই দুই তারকার জুটি ফিরছে টেলিভিশন পর্দায়। জি-বাংলার জনপ্রিয় শো ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারকের আসন মাতাবেন জিৎ ও শুভশ্রী। বহুদিন আগেই শো’য়ের প্রোমো-র দেখা মিলেছিল। এবার সরাসরি পর্দায় আসছে এই রিয়ালিটি শো।
এই মুহূর্তে দেব ও মহাগুরু মিঠুন চক্রবর্তীর বিচারাধীন ‘ডান্স ডান্স জুনিয়র’ সবথেকে জনপ্রিয় শো। এবার জি-বাংলা ‘ডান্স বাংলা ডান্স’এর অপেক্ষায়। বিশেষত শুভশ্রী ও জিতের একত্রে বিচারক হওয়াটাই বেশ আগ্রহের। অন্যদিকে অভিনেতা অঙ্কুশ হাজরা থাকছেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে।
আরও পড়ুন : করোনা আবহে অফলাইন পরীক্ষা বাতিলের আর্জি সোনু সুদের
শুভশ্রীকে এই মুহূর্তে বেশিরভাগ সময়ই বাড়িতে কাটাতে দেখা যাচ্ছে। মাঝে খুদে ইউভানকে নিয়ে ফটোশ্যুট করেন নায়িকা। অন্যদিকে জিৎকে শেষবার ‘বিগবস বাংলা’র সঞ্চালনায় ছোটপর্দায় দেখা গিয়েছিল। তারকা সমাহারে এবারে চমকাতে চলেছে ‘ডান্স বাংলা ডান্স’।