দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনার দ্বিতীয় ঢেউয়ের আক্রমণ যেন থামছেই না। সাধারণ জনগণের পাশাপাশি বিনোদন জগতের তারকাদেরও রেহাই নেই। এবারফের আক্রান্ত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝের বাতি’র অভিনেতা আর্য তথা রিজওয়ান রব্বানি শেখ। দিন কয়েক আগেই জ্বর হওয়ার খরব জানিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি করোনার রিপোর্ট পজিটিভ এসেছে রিজওয়ানের। শুধু অভিনেতা নয়, সঙ্গে তাঁর বাবা-মাও করোনা আক্রান্ত।
এপ্রসঙ্গে অভিনেতা জানান, “গত কয়েক দিন ধরেই আমার শরীরটা ভালো যাচ্ছিল না। কাশি হচ্ছিল। বাড়িতে বয়স্ক বাবা-মা থাকায় এবং সেটেও বহু মানুষ থাকায় আমি কোনও ঝুঁকি না নিয়ে কোভিড পরীক্ষা করাই। এরপর থেকেই আমি আইসোলেশনে ছিলাম। আমার রিপোর্ট পজিটিভ।”
ইতিমধ্যেই টলিপাড়ার একাধিক তারকা করোনার কবলে পড়েন। সম্প্রতি ‘অগ্নিশিখা’র সৌর্য ভট্টাচার্য এবং ‘মিঠাই’এর অভিনেত্রী তন্বি লাহা রায় করোনায় আক্রান্ত হন।
আরও পড়ুন : ছোট ছেলের ছবি শেয়ার করলেন করিনা কপুর খান