দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনাল দ্বিতীয় ঢেউ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সমস্ত কাজকে ফের অনিশ্চয়তার দোর গোড়ায় ঠেলে দিয়েছে। কিন্তু সবকিছুর পরও ভারসাম্য বজায় রাখার লড়াই চলছে গোটা ইন্ডাস্ট্রিতে। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৯৩তম অস্কারের প্রস্তুতির শেষ পর্যায়। কারণ ভারতীয় সময়ে আর একটা রাতের ব্যবধান। ভারতীয় সময় অনুযায়ী আগামীকালই ৯৩তম অস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
করোনা আবহে আগেই দুমাস পিছিয়ে গিয়েছে অস্কার। তাই আর দেরি নয়। ২০২০ এর কাজের ভিত্তিতে এবার চলচ্চিত্র জগতে সেরা কাজগুলিকে দেওয়া হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। প্রত্যেকবারে ডলবি থিয়েটার ভেন্যুকে বেছে নেওয়া হয় এই অনুষ্ঠানের জন্য। এবারে করোনার প্রকোপে ডলবির পাশাপাশি লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ভেন্যুকেও সঙ্গে রাখা হয়েছে। টেলিভিশন চ্যানেলের স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজে দেখা যাবে এই অনুষ্ঠান। অন্যদিকে স্মার্টফোনের ক্ষেত্রে ডিসনি+হটস্টারে সাবস্ক্রিপশন থাকলে অনায়াসেই অস্কারের অনুষ্ঠান উপভোগ করা যাবে। আগামীকাল ভোর ৫.৩০ টা থেকে ৮.৩০ পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এছাড়াআগামীকাল রাত ৮.৩০ টায় অনুষ্ঠানের পুনঃসম্প্রচারও হবে।
প্রসঙ্গত ১০টি মনোনয়নের সঙ্গে নেটফ্লিক্সের ‘ম্যাঙ্ক’ অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে। তালিকায় নাম রয়েছে নোমাডল্যান্ড, মিনারি, দ্য ফাটার, সাউন্ড অফ মেটাল, ব্ল্যাক মাসিহা,ষ ইত্যাদি ছবির। অন্যদিকে ভারতীয় সিনেমার তরফ থেকে অস্কারের দৌড়ে নাম রয়েছে রামিন বাহারানি পরিচালিত, আদর্শ গৌরব,প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’এর।