দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ফের টলিউডে করোনার হানা। সম্প্রতি আক্রান্ত হলেন ‘রানি রাসমণি’ ধারাবাহিক খ্যাত ‘রানিমা’ তথা দ্বীতিপ্রিয়া রায়। অভিনেত্রী সমাজ মাধ্যমে এখবর জানান নি। একটি সাক্ষাৎকারে নিজের ও বাবা-মা’র করোনা সংক্রমণের খবর জানান। অভিনেত্রীর বাবা-মা করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিমেছিলেন। তা সত্ত্বেও রেহাই নেই মহামারী থেকে।
খবর, অভিনেত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। খানিক দুর্বল হয়ে পড়েছেন নায়িকা। তাই শুয়ে-বসে বই পড়ে দিন কাটছে। সঙ্গে রয়েছে অভিনেত্রীর পোষ্য কুকুর পপকর্ণ। নায়িকা এপ্রসঙ্গে বলেন, “ভাল আছি, সেরে উঠছি, একটু দুর্বল, দ্রুত কাজে ফিরব’, ফ্যানদের আশ্বস্তও করেন তিনি।”