দ্য ক্যালটাকা মিরর ব্যুরো : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে বরাবরই স্বদেশ ভারতের সমর্থনে একাধিক বার্তা তথা পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বিদেশ থেকেই। এবার নায়িকার সঙ্গে যোগ দিলেন স্বামী নিক জোনাসও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের তৈরি এক তহবিলে ভারতের উদ্দেশ্যে অনুদানের আর্জি জানালেন এই তারকা দম্পত্যি।
শেয়ার করা ভিডিয়োতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, “গত একমাসে আমরা কোভিড -১৯ এর হঠাৎ উত্থান এবং ছত্রভঙ্গ প্রভাব দেখেছি। কারণ এটি পুরো ভারত জুড়ে প্রভাব ফেলতে শুরু করেছে।” সঙ্গে যোগ দেন নিকও। বলতে শুরু করেন, “মাত্রাটি বিস্ময়কর। এই ভয়ঙ্কর রোগের বিস্তার বন্ধ করতে এখনই অনেক কিছু প্রয়োজন।”
এছাড়া প্রিয়াঙ্কার বক্তব্য, “চিকিৎসকেরা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানার পর, পরিস্থিতি আরো জোরালো হচ্ছে।”
এই ভিডিওর মধ্যেই এই জুটি ভক্তদেরকে ভারতের সংকটের উদ্দেশ্যে তৈরি তহবিলে অর্থ অনুদানের অনুরোধ জানান।
https://www.instagram.com/p/COQNWT8pduE/?igshid=1t21ezhvaf1n0