দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : চলতি বছর ২৮ মে অক্ষয় কুমারের আগামী ছবি ‘বেলবটম’ মুক্তি সিনেমা হলে পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ ফের ওলোট-পালোট করেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তাই বেশিরভাগ সিনেমাই মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্মমুখী হয়েছে। অক্ষয়ের ‘বেলবটম’ও ব্যতিক্রম নয়। জানা যাচ্ছে, এই ছবিকে ১৫০ কোটি টাকার বিনিময়ে ডিসনি+হটস্টারে মুক্তি করতে চলেছে নির্মাতারা।
করোনা সংক্রমণ খানিক নিম্নমুখী হলে চলতি বছর ফেব্রুয়ারীতে সিনেমা হলগুলি ১০০% দর্শকাসন নিয়ে চালু হয়। কিন্তু মহামারী দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়েছে বেশিরভাগ থিয়েটর ও মাল্টিপ্লেক্সগুলি। তাই ওটিটিকেই বেছে নিয়েছে ‘বেলবটম’ এর টিম। জানা যাচ্ছে, ডিসনি+ হটস্টারের তরফ থেকে ১৫০ কোটি টাকা দেওয়া হবে ছবির প্রযোজককে। আর এই পরিমান অর্থে সন্তুষ্ট ছবির নির্মাতারা। যদিও ওটিটিতে কবে মুক্তি পাবে ‘বেল বটম’ তা এখনও জানা যায় নি।
ছবিতে অক্ষয়ের পাশাপাশি ভানি কপুর , লারা দত্ত ও হুমা কুরেশিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ‘বেল বটম’ একটি স্পাই থ্রিলার ছবি হতে চলেছে।