দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে প্রথমবার দেখা যেতে চলেছে মহিলাকেন্দ্রিক ছবিতে। ছবির নাম ‘মিমি’। জানা যাচ্ছে, বহুদিন আগেই ছবির কাজ শেষ হয়েছে। মহামারীর কারণে ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছে।
খবর, ‘মিমি’তে কৃতি একজন সারোগেট মাদার-এর চরিত্রে অভিনয় করেছেন। ছবির পরিচালনা করছেন লক্ষণ উটেকার। দিনেশ ভিছার প্রযোজিত এই ছবি করোনা পরিস্থিতিতে সিনেমা হলে মুক্তি পাবে না। তাই ওটিটিকেই বেছে নেওয়া হয়েছে ছবির মুক্তির জন্য। ‘মিমি’তে কৃতির পাশাপাশি দেখা যাবে পঙ্কজ ত্রিপাটিকেও। এই ছবি ছাড়া অক্ষয়ের ‘বচ্চন পান্ডে’তে দেখা যাবে নায়িকাকে।
সারোগেট মাদারের গল্প নিয়ে এর আগে অশ্বিন শেট্টির ‘বদনাম গলি’ নামের একটি ছবি প্রসংশা পেয়েছিল। ছবিতে পত্রলেখা পাল ও দিব্যেন্দু শর্মার জুটি দেখা গিয়েছিল।