দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী কঙ্গনা রনওয়াতের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করার পর একাধিক বিতর্ক ও কুমন্তব্যের স্বীকার হন নায়িকা। এবারে ফের বিপত্তির মাঝে নায়িকা। বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ জানিয়ে দিলেন, তাঁর সংস্থা আর কঙ্গনার সঙ্গে কাজ করবে না।
আনন্দ ভূষণ গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামের মাধ্যমে এই সিদ্ধান্তে কথা জানিয়েছেন। লেখেন, “আজকে পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কঙ্গনা রনওয়াতের সঙ্গে করা সমস্ত ছবি কাজ সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়া হবে। আগামীতেও তাঁর সঙ্গে কোন কাজ করা হবে না। একটা ব্যবসায়ে সংস্থা হিসেবে আমরা কোনরকম ঘৃণামূলক মন্তব্যকে সমর্থন করি না।”

