দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গতকাল ৫ মে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দোপাধ্যায়। আজ বাংলার জেলাগুলির বিধায়কদের শপথ নেওয়ার পালা। আজ ও আগামীকাল মিলিয়ে দু’দিনে মোট ২৯১ জন বিধায়ক শপথ নিতে চলেছেন। এর মধ্যে রয়েছেন একগুচ্ছ তারকা সদস্যও। একুশে বিধানসভা ভোটে একগুচ্ছ বিজয়ী প্রার্থী বিধায়কের শপথ নিতে চলেছেন আজ ও আগামীকাল।
জানা যাচ্ছে, প্রথম দফা তথা আজকে ৭৪ টি কেন্দ্রের বিধায়ক শপথ নেবেন। আগামীকাল দ্বিতীয় দফায় থাকছেন ৬৯ টি কেন্দ্রের বিধায়করা। আজ মোট হেভিওয়েট ও তারকা প্রার্থী মিলিয়ে ১৪৩ জন বিধায়ক পদে শপথ নেবেন। আগামীকালের জন্য থাকছে ১৪৮ জন বিধায়কের শপথগ্রহন। এই দুই দিনের শপথ গ্রহণে নাম থাকছে তারকা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, বিদেশ বসু, জুন মালিয়া, অদিতি মুন্সি, সোহম চক্রবর্তী, বীরবাহা হাঁসদা প্রমুখদের। অন্যদিকে বিজেপি বিজয়ী তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং অশোক নিন্দাও শপথগ্রহণ করবেন।
আগে বিধানসভা নৌসর আলি কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠান হত। তবে করোনা পরিস্থিতিতে বিধানসভা অভিবাসন কক্ষেই এই অনুষ্ঠান আয়োজিত হবে।