দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা পরিস্থিতিতে একাধিক তারকাকে নানানভাবে সাহায্য করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। এবারে সাহায্যের হাত বাড়ালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মহারাষ্ট্রও এখন বাকি রাজ্যের মতোই লকডাউন পরিস্থিতিতে। এমতাবস্থায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অভাবগ্রস্থতের খাবার সরবরাহ করলেন। সম্প্রতি অভিনেত্রীকে খাবার দান করতে গেল সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সে সমস্ত ছবি।
খবর, জ্যাকলিনের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইয়োলো’, অপর এক সমাজসেবী সংস্থা ‘রোটি ব্যঙ্ক’এর সঙ্গে হাত মিলিয়েছে। এই দুই সংস্থার যৌথ উদ্যোগেই চলল খাবার দানের পর্ব।







