দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করােনার দাপটে বিধ্বস্থ দেশবাসী তার মাঝেই এসে বসেছে ব্ল্যাক ফাঙ্গাস। করােনা , ব্ল্যাক ফাঙ্গাস , গৃহবন্দী জীবনে মন খারাপের সাথে বহু মানুষ মানসিক অবসাদের স্বীকার হচ্ছেন। সেই সকল মানসিক অবসাদগ্রস্থ মানুষের জন্যেই একটি নতুন উদ্যোগ গ্রহণ করছেন ঋতাভরী চক্রবর্তী চালু করতে চলেছেন একটি হেল্পলাইন নম্বর ।
গতবছর দীর্ঘ আট নয় মাস লকডাউনের পর যখন মানুষ আসতে আসতে স্বাভাবিক জীবনে ফিরছিল , ঠিক সেই সময়ে আবারও গতবছরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে । করােনার দ্বিতীয় ঢেউ হাজার হাজার মানুষের প্রান কেড়ে নিচ্ছে । কাছের মানুষকে হারানাের যন্ত্রণা , গৃহবন্দী জীবন এই সকল কিছুকে ঘিরে মানুষের মধ্যে তৈরি হচ্ছে মানসিক অবসাদ । তাই এক মানবিক উদ্যোগ গ্রহণ করতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী ।
সোশ্যাল মিডিয়ার পােস্টে অভিনেত্রী লিখেছেন , ‘ ভালােবাসা পেতে কার না ভাল লাগে ? তােমরা আছে বলেই আমি আছি । আশীর্বাদ করাে , যাতে আরাে অনেক ভালাে ভালাে কাজ করতে পারি আর মানুষের পাশে থাকতে পারি ‘।
তিনি জানিয়েছেন ‘ আমি একটা হেল্পলাইন চালু করতে চলেছি সপ্তাহ খানেকের মধ্যে । যারা এই অভূতপূর্ব কোভিড আক্রান্ত সময়ে নানান সমস্যার মােকাবিলা করতে গিয়ে মানসিক ভাবে কোণঠাসা হয়ে পড়েছে , তারা সরাসরি সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারবে ‘।