দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার গ্রেপ্তার করা হল অভিনেতার রুমমেট তথা বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে। অভিনেতার মৃত্যু মামলায় তিনটি দৃষ্টিভঙ্গিতে তদন্ত চলছিল। তদন্তে যুক্ত রয়েছে সিবিআই, এনসিবি এবং ইডি। সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র পক্ষ থেকেই গ্রেপ্তার করা হয় সিদ্ধার্থকে।
খবর, মাদক মামলায় সন্দেহজনকভাবে নাম জড়ায় সিদ্ধার্থ পিঠানির। আগেই পিঠানিকে একাধিকবার জেরা করে তদন্তকারী দল। বয়ানে বেশ কিছুবার অসঙ্গতিও ধরা পড়ে। এবারে ফের জেরার জন্য তলব করা হয় সিদ্ধার্থকে। তারপরেই গ্রেপ্তার করা হয়েছে পিঠানিকে। প্রসঙ্গত, সুশান্তের মৃতদেহ প্রথমে সিদ্ধার্থই দেখেছিলেন বলে জানা যায়। এছাড়া অভিনেতার জীবনের সঙ্গেও ঘনিষ্টভাবে জড়িত পিঠানি।