দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : চলতি বছর ফেব্রুয়ারি মাসে নিজের অন্তসত্ত্বার খবর জানান গায়িকা নীতি মোহন। স্বামী তথা অভিনেতা নীহার পান্ডের সঙ্গে ছবি শেয়ার করে আনন্দ ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল বুধবার পুত্র সন্তানের মা হন নীতি। সেই খবর ভীষণ আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই দম্পত্যি। উল্লেখ্য, গত ২২ মে গায়িকা শ্রেয়া ঘোষালও পুত্র সন্তানের মা হন। অর্থাৎ শ্রেয়ার পুত্র নীতির ছেলের থেকে মাত্র ১১ দিনের বড়ো। দুই গায়িকার মা হওয়ার খবরে আপ্লুত নেটিজেনরা। প্রসঙ্গত গতকালই শ্রেয়া নিজের ছেলের নাম ও ছবিও প্রকাশ করেছেন।
নীতির স্বামী নীহার পান্ডে অভিভাবক হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী নীতির সঙ্গে একটি আলোছায়া আদুরে ছবি শেয়ার করে নীহার লেখেন, “আমার সুন্দরী স্ত্রী আজ আমাকে একটা সুযোগ দিল আমার পুত্রকে সেই সমস্ত কিছু শিক্ষা দেওয়ার যা আমার বাবা আমাকে শিখেয়েছেন। প্রতিদিন আমার জীবনে আরও বেশি করে ভালোবাসা ভরে দিচ্ছে আমার স্ত্রী। নীতি এবং আমাদের সদ্যজাত দুজনেই একদম সুস্থ আছে। আজ মুম্বইয়ের এই মেঘলা দিনে আমরা একটা সূর্যদয় দেখলাম।”
একই ছবি শেয়ার করেছেন নীতিও। গায়িকা লিখেছেন, মা হয়ে সদ্যজাতকে কোলে নেওয়ার অনুভূতি ঠিক কেমন, তা এখনও বুঝে ওঠার চেষ্টা করছেন।

