দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ব্লক বাস্টার বলিউড ছবি ‘তেরে নাম’এ সলমন খানের সহ অভিনেত্রী ভূমিকা চাওলা কি সলমনের সঙ্গে আর কখনও অনস্ক্রিনে আসতে চান না? নাকি নেহাতই ব্যক্তিগত কারণে ‘বিগবস’ এর প্রস্তাব অস্বীকার করলেন? এই প্রশ্নই ঘুরপাক করছিল। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিগবস ১৫ তে প্রতিযোগী হিসেবে অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছে শো’য়ের নির্মাতারা। এ বারে সরাসরি নিজের বক্তব্য সকলের সামনে পেশ করলেন নায়িকা। বললেন, “আমি আগামীতেও বিগবস এ অংশগ্রহণের প্রস্তাব ফিরিয়ে দেব।”
এ প্রসঙ্গে সম্প্রতি টুইটে ভূমিকা লেখেন, “সব ভুয়ো খবর। আমার কাছে বিগবস থেকে কোনো প্রস্তাব আসেনি। আসলেও আমি ফিরিয়ে দিতাম। আমাকে সিজন ১, ২, ৩ এবং পরের কয়েকটি সিজনের জন্য প্রস্তাব দেওয়া হয়। আমি প্রত্যেকবারেই সে প্রস্তাব ফিরিয়ে দি। আমার কাছে এ বারে কোনো প্রস্তাব আসেনি, এলেও আমি ফিরিয়ে দেব। আমি পাবলিক পার্সান হতে পারি, কিন্তু সাত দিন ২৪ ঘন্টা ক্যামেরার সামনে থাকায় আমার ব্যক্তিগত আপত্তি রয়েছে।”
অভিনেত্রী সে ভাবে অনস্ক্রিনে না এলেও একেবারে ইন্ডাস্ট্রি ছেড়ে দেন নি। এই মুহূর্তে দক্ষিণী ছবি ‘সিটি মার’এর কাজে ব্যস্ত নায়িকা। এছাড়া অভিনেত্রীকে রশ্মিকা মন্দানা ও সিদ্ধার্থ মালহোত্রার ‘মিশন মজনু’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে খবর।