29 C
Kolkata
Saturday, September 23, 2023
More

    Ray : সত্যজিৎ রায়ের গল্প হিন্দি ওয়েব সিরিজে, পরিচালনায় সৃজিত, সঙ্গে একগুচ্ছ বলিউড তারকা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের লেখা গল্প এ বার হিন্দি ওয়েব সিরিজে নাম লেখাল। পরিচালকের চার সংহিতার কাহিনী অবলম্বনে তৈরি হল ‘রে’ (Ray)। আর তাতে পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্তমান বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পায়। মনোজ বাজপেয়ী, হর্ষবর্ধন কপুর, আলি ফজল, কে কে মেনন সহ একগুচ্ছ অভিনয় দক্ষতায় ভরপুর তারকাদের দেখা যখবে ‘রে’তে। 

    ট্রেলারের শুরু একটি মজাদার সংলাপ দিয়ে। ভয়েস ওভারে হিন্দিতে শোনা যায়, “আমরা সবাই তো ভগবানের মতোই। আমরাও সৃষ্টিকর্তা। আমরাও তো জন্ম দি। যেমন সৃষ্টি কর্তা দিয়েছে।” বলা যেতে পারে, এই সংলাপেই ভিত্তি রয়েছে গোটা সিরিজের। ট্রেলারের শুরুতে আলি ফজলকে ইপসিত নায়েরের ভূমিকায় দেখা যায়। যাঁর মস্তিষ্ক কম্পিউটারের মতো দ্রুত। তারপরে হর্ষবর্ধন কপুরকে দেখা যায় একজন খ্যাতনামা অভিনেতার চরিত্রে। রয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর ‘শ্রীকান্ত’ তথা মনোজ বাজপেয়ী। মুসাফির আলি নামের এক গজল গায়কের চরিত্রে দেখা যাচ্ছে মনোজকে। শেষের গল্পে দেখা যায়, কে কে মেননকে। মেননের চরিত্র একজন প্রতিষ্ঠিত চাকুরীজীবী। কিন্তু আদতে হতে চান মেকআপ আর্টিস্ট। এই চার চরিত্রকএ ঘিরেই গল্পের সূত্রপাত। কিভাবে সাফল্যের চূড়া থেকে ধসে পড়ে এই চার শিল্পী তারই যাত্রা থাকছে ‘রে’তে। ট্রেলারে স্পষ্ট যে মূল চার শব্দ যথা – “অহংকার, প্রতিশোধ, হিংসা ও বিশ্বাসঘাতকতা” র উপর রয়েছে সিরিজের ভিত। এককথায় নাটকীয়তা, রহস্য ও রোমাঞ্চে ভরবে এই সিরিজ। সিরিজে চারজনের গল্পকে চারটি নাম দেওয়া হয়েছে, যথা- হাঙ্গামা হ্যায় কিউ বাারপা’, ‘ফরগেট মি নট’, ‘বহুরুপীয়া’ এবং ‘স্পটলাইট প্রমিসেস’। এরমধ্যে দুটি গল্পের পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি, ‘ফরগেট মি নট’ ও ‘বহুরুপীয়া’। সৃজিতের পাশাপাশি অভিষেক চৌবে এবং ভসন বালা পরিচালনা করেছেন ‘রে’। 

    সিরিজে চার অভিনেতার পাশাপাশি দেখা যাবে শ্বেতা বসু প্রসাদ, রাধিকা মাদান, অনিন্দিতা বোস, গজরাজ রাও প্রমুখদের। আগামী ২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই সিরিজ। 

    লেখা : সাবানা ইয়াসমিন

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...