দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী। অভিনেতার রহস্য মৃত্যুর পর থেকেই তাঁর জীবনের কাহিনী অবলম্বনে একাধিক ছবি নির্মাতারা ছবি তৈরির পরিকল্পনা করে। বছর ঘুরতেই ‘ন্যায় : দ্য জাস্টিস’, ‘সুইসাইড অর মার্ডার : আ স্টার ওয়াজ লস্ট’, ‘শশাঙ্ক’ ইত্যাদির মতো ছবির প্রোমো ঘোরাফেরা করছিল নেটমাধ্যমে। এ নিয়ে সরব হন অভিনেতার পরিবার। পরিবারের অনুমতি ছাড়া অভিনেতার জীবনী নিয়ে যাতে কোনোধরণের ছবি না তৈরি হয় সেই আর্জি নিয়ে গত এপ্রিলে অভিনেতার বাবা কে কে সিং দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। সম্প্রতি এই আবেদন খারিজ করে দেওয়া হল আদালতের তরফ থেকে। আদালতের তরফে অনুমতি দেওয়া হল, অভিনেতার জীবনীকেন্দ্রিক ছবি তৈরি করতে পারবে পরিচালক প্রযোজকরা।
মূলত, ‘ন্যায় : দ্য জাস্টিস’ ছবির প্রসঙ্গ নিয়েই একটি পিটিশন ফাইল করেন অভিনেতার বাবা। ছবির নির্মাতাদের সুশান্তের পরিবারের তরফ থেকে একটি নোটিশও পাঠানো হয়। যাতে লেখা ছিল, অভিনেতাকে নিয়ে ছবি ছবি করার আগে পরিবারের অনুমতি নিতে হবে। কোনোভাবে অভিনেতি কিংবা তাঁর পরিবারের কোনোরকম গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না। এতে অভিনেতা ও তাঁর পরিবারের মানহানি হতে পারে। কিন্তু সম্প্রতি এই মামলার যুক্তিকে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। সরাসরি এই পিটিশন খারিজ করে দেওয়া হয়।