দ্য ক্যালাকাটা মিরর ব্যুরো : করোনা পরিস্থিতিতে অভিনেতা সোনু সুদের কল্যাণমূলক কাজের জূরি মেলা ভার। অভিনেতার মানবসেবার কাজের নজির দেখেছে প্রত্যেকেই। এ বারে ফের সেবামূলক কাজে নতুন পরিকল্পনা সুদের। আর্থিক অভাবগ্রস্থ পড়ুয়াদের বিনামূল্যে আইএএস কোচিং স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করলেন অভিনেতা। নেটমাধ্যমে এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন সোনু।
সম্প্রতি টুইটের মাধ্যমে এখবর জানান সোনু। লেখেন, “আইএএস-এর জন্য নিজেকে তৈরি করতে চান? আপনার সমস্ত দায়িত্ব আমরা নেব। ‘সম্ভবম’এর বিষয়ে জানাতে পেরে আমি খুব আনন্দিত । সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশান ও দিয়া নয়া দিল্লি’র সংস্থার মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।” জানা যাচ্ছে, পড়ুয়ারা এই সুবিধা পেতে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন।
অভিনেতা ইতিমধ্যেই যুবসম্প্রদায়ের অনুপ্রেরণা তথা আইডল পার্সন হয়ে উঠেছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহ, বেডের ব্যবস্থা, গ্রামের মানুষদের রেশন প্রদান, দুঃস্থের কর্মসংস্থানের ব্যবস্থা করা- তালিকায় যেন শিল্পীর মহৎ কীর্তির শেষ নেই। এখনও মানবসেবার যাত্রা চালিয়ে যাচ্ছেন অভিনেতা।