দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টলিউডে আবারও তারকা পতন। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। থিয়েটরের মঞ্চ থেকেই অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। দিন কয়েক আগেই ৭১ বছরে পা দিয়েছিলেন।
শেষ কয়েকদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।হৃদরোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।শেষ সময় তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন স্বাতীলেখা দেবী। বুধবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খবর প্রকাশ্যে আসা মাত্রই সিনে দুনিয়া নেমে এলো শোকের ছায়া। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সত্যজিৎ রায়ের হাতে বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে, তাঁর ঘরোয়া অভিনয়ে ছিল এক ভিন্ন স্বাদ। বর্ষীয়ান এই অভিনেত্রীর চলে যাওয়া চলচ্চিত্র জগতের এক ব্যপক ক্ষতির সমান।