দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের জীবনকেন্দ্রীক ছবি ‘সাবাস মিঠু’র পরিচালক বদলালো। ছবির পরিচালনার দায়িত্ব এ বার বাঙালি পরিচালকের হাতে। প্রথমে ছবির পরিচালনা করার কথা ছিল ‘রইজ’ খ্যাত রাহুল ঢোলাকিয়ার। কিন্তু কারণবশত এর বদল ঘটেছে বলে জানা যাচ্ছে। গোটা ছবির নির্দেশনা করবেন পরিচালক সৃজিত মুখার্জী।
সম্প্রতি সমালোচক তরণ আদর্শ তাঁর টুইটারে এই খবর জানিয়েছেন। ছবির নাম ভূমিকায় অর্থাৎ মিতালি রাজের চরিত্রে রয়েছেন তাপসী পন্নু। বহুদিন আগেই এই ছবির পোস্টার মুক্তি পায়। মিতালির চরিত্র তুলে ধরতে যে তাপসী কঠোর পরিশ্রম করছেন তা পোস্টারেই স্পষ্ট।