দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টলি অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। কখনও ছেলের সঙ্গে খুনসুটি তো কখনও নিজের জীবনের বিশেষ মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবারেও মজাদার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। রোদে দেওয়া টক ঝাল আঁচার খেতে ব্যস্ত নায়িকা। আঁচারের কথা বলতে বলতে জিভে জল চলে এল অভিনেত্রীর। ছোটোবেলার গল্প শোনালেন, আর তারপরই ছোঁ মেরে তুলে নিলেন রোদে দেওয়া আঁচারের এক টুকরো।
ভিডিওতে কোয়েলকে বলতে শোনা যায়, “ছোটোবেলায় যখন দিদা ঠাকুমারা আম আর তেঁতুলের আঁচার করতেন…লঙ্কা, হলুদ, অনেকরকম মশলা দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে, পুরো প্রসেসটা শেষ হওয়ার আগেই 50 থেকে 70% আঁচার আমি আর আমার ছোটদি শেষ করে দিতাম।” সেই আঁচার খাওয়ার নেশা যে এখনও বদলায়নি তা’ও জানান নায়িকা। তারপরই রোদে দেওয়া একটা আঁচারের টুকরো তুলে নিয়ে মজায় খেতে শুরু করেন কোয়েল। অভিনেত্রী এই কীর্তি দেখে বেশ মজা পেয়েছে নেটিজেনরা।