দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দীর্ঘ দু’বছর পেরিয়ে গিয়েছে শাহরুখ খানের কোনো ছবিই মুক্তি পায় নি সিলভার স্ক্রিনে। ভক্ত মহলে অভিনেতার আগামী ছবি ‘পাঠান’ এর চর্চা চললেও মুক্তির অপেক্ষা বহুদিনের। চলতিবছর জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা থাকলেও, অতিমারির কারণে ছবির শ্যুটিংয়ে বার বার বাধা পড়ে। সম্প্রতি জানা যাচ্ছে, আগামী বছর ২০২২ এর ঈদে মুক্তি পাবে ‘পাঠান’। প্রথমবার ঈদে শাহরুখের ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাঝে বহুদিন বন্ধ ছিল সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’এর শ্যুটিং। গতকাল ফের স্বল্প সংখ্যক কর্মী নিয়ে শুরু হয় কাজ। জানা যাচ্ছে, আগামী আগস্ট মাসের মধ্যে শ্যুটিং শেষ করা হবে। তার মাঝে ছবির বেশ কিছু দৃশ্য রাশিয়ার মতো বিদেশে গিয়ে শ্যুট করা হবে। এর আগে দুবাইয়ে শ্যুটিং করা হয়েছে। জানা যাচ্ছে, এবারে আর দীপাবলি নয় ঈদে মুক্তি পাবে শাহরুখের ছবি। বলিউডের প্রথা অনুযায়ী সলমনের ছবিই মুক্তি পেয়ে থাকে ঈদে। এবারে শাহরুখের ছবি মুক্তির সম্ভাবনা বেশ উদ্বেগ বাড়িয়েছে দুই সুপারস্টারের ভক্তদের মধ্যে। যদিও ‘পাঠান’এর শেষে সলমনকে ‘টাইগার’ ছবির অবতারে কেমিও করতে দেখা যাবে। অন্যদিকে সলমনও তাঁর ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবির শ্যুটিং শুরু করেছে। তাই অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে, দুই ছবির অন্তঃসম্পর্ককে সামনে রেখে দুই খানের ছবি একই দিনে মুক্তি পেতে পারে।
‘পাঠান’ এ সলমনের পাশাপাশি দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকেও দেখা যাবে। জনকে ভিলেনের চরিত্রে দেখা যাবে এই ছবিতে। অন্যদিকে বহুদিন পর ফের শাহরুখ-দীপিকা জুটির দেখা মিলবে ‘পাঠান’এ।