দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গত ২৬ জুন জন্মদিন ছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। জন্মদিনের ঠিক একদিন পরই হৃত্বিক রোশনের থেকে দামি উপহার পেলেন অভিনেত্রী। কি সেই উপহার? তা’ও আবির হৃত্বিক স্বয়ং দিলেন! আসলে হৃত্বিকের করা একটা টুইট। যেমন তেমন টুইট নয়। ঋতাভরীর আসন্ন শর্ট ফিল্মের পোস্টার শেয়ার করলেন অভিনেতা।
‘ব্রোকেন ফ্রেম’ নামের এই শর্ট ফিল্মে ঋতাভরীর সঙ্গে দেখা যাবে অভিনেতা রোহিত বোস রায়কে। সম্প্রতি ছবির পোস্টার শেয়ার করেন ঋতাভরী। অন্যদিকে হৃত্বিক, তাঁর ঘনিষ্ট বন্ধু রোহিত বোসের আসন্ন এই শর্ট ফিল্ম নিয়ে বেশ উৎসাহী। সম্প্রতি টুইটে এই শর্ট ফিল্মের পোস্টার শেয়ার করে হৃত্বিক লেখেন, “আমার বন্ধু রোহিতের আসন্ন শর্ট ফিল্ম, রাম কমল মুখার্জি পরিচালিত ‘ব্রোকেন ফ্রেম’, ইম্যাজিন ইন্ডিয়া’র মাদ্রিদ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়। বন্ধু রোহিতকে শুভকামনা রইল। সকলে দেখবেন এই শর্ট ফিল্ম।”
এই ছবি ‘লং আইল্যান্ড আইসড টি’ এর গল্পের উপর ভিত্তি করে তৈরি। শীঘ্রই ‘বিগব্যাং’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই শর্ট ফিল্ম।