দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হিন্দি সিনেমা জগতের অন্যতম নৃত্য শিল্পী তথা কোরিওগ্রাফার সরোজ খানকে নিয়ে বায়োপিক বানাচ্ছে টি-সিরিজ। আজ ৩ জুলাই শিল্পীর প্রথম মৃত্যু বার্ষিকীতেই এই সুখবর জানায় টি-সিরিজ সম্প্রতি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার এনিয়ে নিশ্চয়তা দেন। একটি বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়।
বলিউডের প্রথম কোরিওগ্রাফার সরোজ খান ওরফে ‘মাস্টার জি’ মাত্র ৩ বছর বয়স থেকেই নৃত্য শিল্পে যুক্ত হন। শিল্পীর দীর্ঘ ৭১ বছরের ক্যারিয়ারে কাহিনী বলবে এই বায়োপিক। খবর, শিল্পীর সন্তান ও নাতনিদের থেকে জীবনীচিত্র তৈরির অনুমতি নিয়েছে টি-সিরিজ। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। কিন্তু ছবিতে সরোজ জি’র ভূমিকায় কিংবা তাঁর ক্যারিয়ারের সঙ্গে জড়িত অভিনেত্রী শ্রীদেবী, মাধুরী দিক্ষীত প্রমুখদের ভূমিকায় কে থাকবেন তা এখনও জানা যায় নি।
১৯৪৮ সালে জন্ম হয় সরোজ খানের। তাঁর প্রকৃত নাম নির্মলা নাগপাল। ক্যারিয়ারে ৩০০০ এর বেশি গানে নাচের তাল মিলিয়েছেন তিন। শ্রীদেবী থেকে শুরু করে, মাধুরী, করিনা, কাজল, ঐশ্বর্য প্রমুখ অভিনেত্রীদের কোরিওগ্রাফ করেছেন শিল্পী। ৩ বার জাতীয় পূরস্কারের পাশাপাশি ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কারের সম্মান পান মাস্টারজি।