দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অন্তসত্ত্বার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। পুত্রসন্তানের মা হওয়ার সুখবর থেকে শুরু করে ছেলের নাম প্রকাশ, সবটাই ভাগ করে নিয়েছেন গায়িয়া। এখন পুত্র দেবয়ানের বয়স মাত্র ১ মাস পেরিয়েছে। এরই মধ্যে খেলনা নিয়ে দিব্যি খেলছে দেবয়ান। সেই মুহূর্তকে ক্যামেরা বন্দি করে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন গায়িকা।
ছবিতে ছোট্ট দেবয়ানের সামনে কেউ একটি ঝুমঝুমি ধরে রয়েছেন। গায়িকার সন্তান দিব্যি হাত পা ছুঁড়ে খেলছে। সামনে বড় দাদার মতো বসে রয়েছে পোষ্য সারমেয় শার্লক। এই ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন, “এই শুরু। শার্লক তাঁর খেলনাকে দাদার মতোই দিয়ে দিয়েছে দেবয়ানকে।” গায়িকার এই পোস্ট দেখে মুগ্ধ নেটিজেনরা।