দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ২০১৭ সালের জনপ্রিয় দক্ষিণী ছবি ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকের চর্চা বহুদিন আগে থেকেই চলছিল। এবার সে ছবির নামভূমিকায় কে অভিনয় করবেন, তাতে শিলমোহর বসল। হৃত্বিক রোশন ও সইফ আলি খানকে একত্রে দেখা যাবে এই ছবিতে। দক্ষিণী ছবিটির পরিচালক ডুও পুষ্কর-গায়ত্রীই হিন্দি রিমেকেরও পরিচালনা করবেন।
মূল ছবিতে অভিনেতা আর মাধবন ও বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল একত্রে। লোককাহিনী বিক্রম-বেতালের কাহিনীকে ঘিরেই চোর-পুলিশের লুকোচুরি খেলা ছিল এই ছবিতে। বিক্রমের চরিত্রে ছিলেন আর মাধবন এবং বেদা হয়েছিলেন সেতুপতি। এবার সেই ছবিকেই তুলে ধরা হবে হিন্দি ছবির পর্দায়। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন : এই চারটি বিগ বাজেট ছবি প্রযোজনা করছে Viacom18 Studios
হৃত্বিকের তালিকায় এই মুহূর্তে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’, ‘কৃশ ফোর’ ইত্যাদি। অন্যদিকে সইফের ‘ভূত পুলিশ’ এর পোস্টার মুক্তি পেয়েছে। এছড়া ‘আদিপুরুষ’, ‘বান্টি অর বাবলি টু’ রয়েছে অভিনেতার ঝুলিতে।