দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অক্ষয় কুমারের তালিকায় এখন একের পর এক বড় ছবি। ইতিমধ্যেই ‘বেলবটম’ এর কাজ শেষ করেছেন অভিনেতা। ছবির মুক্তির দিনও ঘোষণা হয়ে গিয়েছিল। চলতি বছর ২৭ জুলাই মুক্তির দিন ঠিক করা হয়েছিল ‘বেলবটম’ এর। কিন্তু চলতি করোনা আবহে থিয়েটারে ছবির মুক্তি সম্ভব নয় বলে জানায় নির্মাতামহল। জুলাই নয়, আগস্টে মুক্তি পেতে পারে এই ছবি।
সম্প্রতি রাজস্থানের একটি মাল্টিপ্লেক্সের মালিক তথা ডিস্ট্রিবিউটার রাজ বানশাল জানান, “চলতি করোনা পরিস্থিতিতে সিনেমা-হল, থিয়েটারগুলোর খোলার কোনো সম্ভাবনা দেখা যাাচ্ছে না। তাই ‘বেলবটম’ ১৩ আগস্ট মুক্তি পেতে পারে।”
আরও পড়ুন : ‘বিক্রম-বেদা’র হিন্দি রিমেকে হৃত্বিক-সইফের জুটি


রঞ্জিত তিওয়ারি পরিচালিত ‘বেলবটম’ হল একটি স্পাই-থ্রিলার ছবি। ছবিতে অক্ষয়ের পাশাপাশি হুমা কুরেশী, লারা দত্ত, বাণী কপুর প্রমুখকে দেখা যাবে।